প্রকাশিত:
৪ নভেম্বর ২০২৪, ২০:০০
কত শত দিন কেটে গেল হায়,
কত বেদনা শুধু যে কাদায়!
কত শত পথ পেরিয়ে এথায়,
দাঁড়িয়ে আছি হয়ে নির্বাক; কোথায়?
কোথাও যেন নেই কিছু আজ,
কত কিছুই না ছিল কত সাজ!
হারিয়ে আজ সব হয়েছি নিঃস্ব,
কোথাও কেউ নেই শূন্য এ বিশ্ব।
শূন্যের কাছে সব হারিয়ে ,
দিয়েছি এ দুহাত বাড়িয়ে!
কেউ কি আছো মোরে,
টেনে চলেছো অসীমের গহ্বরে?
তলিয়ে যাচ্ছি অতল তলে,
কাউকে কিছু না বলে,
হয়তো এটাই বেশ!
হারিয়েছি সব; শুরু থেকে সবই শেষ!
মন্তব্য করুন: