শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া
  • নাসির উদ্দীনকে সিইসি করে নির্বাচন কমিশন গঠন
  • আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না
  • শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
  • আমাদের শিক্ষাব্যবস্থা উদ্যোক্তা নয় চাকরিপ্রার্থী তৈরি করে
  • নির্বাচনকালে পূর্ণাঙ্গ ক্ষমতা চায় ইসি
  • রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই নির্বাচন দেওয়া হবে
  • বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি অনুসন্ধান কমিটি
  • ঢাকার যে ৫ স্থানে আজ সবচেয়ে বেশি বায়ুদূষণ
  • রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ

কবিতা

ভালো থেকো তুমি

রানী রত্নম সরকার

প্রকাশিত:
৬ নভেম্বর ২০২৪, ১৯:৪৫

হয়তো দুজন সত্যি এবার আলাদা হবো,
হয়তো আর কথা হবে না দুজনের,
নিয়ম করে হবে না দেখা, অপেক্ষা থাকবে না কারো ফোন কলের।
কোন অভিমান, কোন অভিযোগ
স্পর্শ করবে না কারো কষ্টকে।

একদিন,দু'দিন,একপক্ষ,
একমাস,একবছর,একযুগ।
এভাবে অনেকগুলো বছরের আনাগোনা হবে জীবনের।
ধীরে ধীরে ফিকে হবে দু'জনের অনুভুতিগুলো।

তারপর একদিন, অনেকদিন পরে,সয়ে যাবে সবকিছুই।
মন খারাপ হবে না আর,
দু'জনের কণ্ঠ শোনার জন্য আর
উতলা হবো না আমরা কেউই,
না দেখলেও মন কেমন করবে না আর।

হাজারও ব্যস্ততায় সময় পার হয়ে যাবে কখন,তা হয়তো বুঝতেও পারবো না।
হ্যাঁ,ব্যস্ততা! ব্যস্ত থাকা খুবই প্রয়োজন আজ আমাদের।
একদিন যেমন প্রয়োজন ছিল শত ব্যস্ততা উপেক্ষা করে নিজেদের জন্য সময় খুঁজে নেওয়ার,
আজ ঠিক যেন বিপরীত।

পৃথিবীটা কী অদ্ভুত!তাইনা?
সময় কত দ্রুত নি:শেষ হয়ে যায়।
এই তো, সেই সেদিনের কথা,
আজও মনে পড়লে অবাক হই!

হঠাৎ আমার একটা কমেন্টের রিপ্লাই,
নতুন পরিচয়, নতুন অনুভূতি, নতুন সব পাগলামি, বোকামিও বলতে পারো,এ কথা- সে কথা! কত কথা!যেন শেষ হয় না সে আলাপ।
সময়ে সময়ে ফোন কল,অন্য কিছু না, সবই অফিসিয়াল। অথচ,
আমি শিহরে উঠতাম,কী যেন এক মধুর আতংকে!

শ্রদ্ধা, আন্তরিকতায় তুমি তখন আমার হৃদয়ের আকাশ ছুঁতে শুরু করেছ।
ধীরে ধীরে প্রগাঢ় বন্ধুত্ব,একজন নি:স্বার্থ শুভাকাঙ্ক্ষী আমার।
প্রতিটি কাজের অনুপ্রেরণা, উৎসাহের উৎস, নিজেকে আবিষ্কার করলাম তোমার উপর নির্ভরশীল,আস্থাশীল করে।
তারপর চলছিল দিন,বেশ নিশ্চিত, নিশ্চিন্তে,
অত:পর একদিন,,,,,,,!!!
থাক সেসব,
আজ সবই স্মৃতি।

তা যেন আমার সঙ্গে, আজীবন আমার হয়ে রইবে,একান্তই আমার হয়ে।
সেদিনের অভিমান,
তারপর দূরত্ব,
দূরত্বের পর দূরত্ব, মাইল কে মাইল, দু'জনকে সরিয়ে দিয়েছে বহুদূর, বহু ক্রোশ।
স্বাগত জানালাম সে দূরত্বকে দু'জনেই,হয়তো তাতেই মঙ্গল নিহিত, হয়তো এটাই অদৃষ্ট।
ভাগ্য বিধাতার হয়তো এমনই ইচ্ছে,
তিনিই উত্তম পরিকল্পনাকারী।

তবে যতদূরেই যাও,যতদূরেই থাকো,
শুধু জেনে রাখো,
আমার সমস্তটা জুড়ে বাস করে যে মহামানব,সে-ই তুমিই।
পথ চলা আর হয়তো সম্ভব নয়, প্রতিটি কাজে, প্রতিক্ষণে জীবনের শেষ দিন অবধি পাশে থাকাও আর নয় একসাথে।
এটাই সান্ত্বনা,একটি পথ আমাদের দু'জনের না হলেও,একটি আকাশ তোমার-আমার।
তোমার জন্য উৎসর্গ করলাম
আমার ভালো থাকা,
শুধু প্রার্থনা
ভালো থেকো তুমি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর