প্রকাশিত:
৬ নভেম্বর ২০২৪, ১৯:৫২
আজ বৃষ্টি ভেজা রাতে
খুব করে মনে পড়ছে তোমাকে,
বইছে শীতল বাতাস,গাছের পাতাগুলো যেন হেলে-দুলে নাচছে
ঝমঝম বৃষ্টি ঝরতে তো ঝরছে..
ইচ্ছে করছে বৃষ্টি ছুঁয়ে দিতে দু'হাতে।
আমি বারান্দায় দাঁড়িয়ে ঝমঝম বৃষ্টির ধারা
আর গাছের পাতাগুলোর দুলনি নাচ দেখছি,
যদি তুমিও থাকতে, খুব ভালো হতো
বারান্দায় বসে ছোলা মুড়ি আর চা খেতে খেতে
জমিয়ে আড্ডা দিতাম দু'জনে।
তুমি নেই ; আজ তাই ভাঁটা পড়েছে সেই আনন্দের।
আচ্ছা.… তুমিও কী বারান্দায় দাঁড়িয়ে
ঝমঝম বৃষ্টির ধারা আর পাতাদের দুলনি নাচ দেখছো?
তুমিও কী শীতল বাতাসের পরশ নিচ্ছো গায়?
তোমারও কী মন চাইছে একটু বৃষ্টি ছুঁয়ে দিতে?
তুমি কী পরম ভালো লাগা অনুভব করছো, নাকি
তোমার মনেও শূন্যতা অনুভূত আমার?
আজ এ রাতে তোমায় নিয়ে লিখতে ইচ্ছে করছে খুব..
যেন মুহূর্তটা তুমিময় হয়ে গেছে।
বৃষ্টির ধারার মতই দু'চোখে বৃষ্টি ঝরিয়ে কাছে থেকেও দূরের তুমি,
যেন প্রতি ফোঁটা বৃষ্টি দীর্ঘশ্বাস আমার।
লিখতে ইচ্ছে করছে বিরহ বিষাদের কবিতা
ইচ্ছে করছে, গলা ছেড়ে গাইতে বিরহী কোন গান।
জানি ভাবনায় আমাকে শিরোনামে রেখে কোন কিছু নেই তোমার,
না কোন মধুময় স্মৃতি কিংবা বিষাদের কোন গান।
আজ বৃষ্টি ভেজা রাতে,কাঁথা মুড়িয়ে যদি দু'জনাই..
হারিয়ে যেতাম সুখের কোন রাজ্যে,
বৃষ্টি তবে,অনুরোধে ঝরে যেতে প্রভাত অবধি।
মন্তব্য করুন: