প্রকাশিত:
৭ নভেম্বর ২০২৪, ১২:০৮
কিছু লোক আছে অবিকল মানুষের মতো
হাঁটে, কথা বলে, খায় দায়, ঘুমায়,
যৌনকর্ম করে কিন্তু ওরা কী মানুষ?
মানতে ভীষণ কষ্ট লাগে!
ওরা মুখোশ পরে মানুষ সাজে,
মানুষকে ঠকায়, খুব সুন্দর করে
কথা বলে মানুষকে মোহাবিষ্ট করে রাখে
এবং ওরা ধর্ষণ, খুন, অপহরণ করে!
ওরা মানুষকে হিংসা করে,
ঈর্ষায় জ্বলে পুড়ে ছাই হয়ে যায়,
জনগণের সম্পদ লুটে নেয় ক্ষমতা পেলে,
খুব ভালো অভিনয় করে জননেতা সাজে!
ওরা ভোটের মৌসুমে জনগণের জন্য
মায়াকান্না কাঁদে কিংবা তাদের সেবক সাজে
জিতলে পরে সব ভুলে যায়,
মুখোশ খুলে বেরিয়ে আসে স্বদর্পে!
সুজিত'দার ( কবি) মুখে প্রথম যেদিন শুনি
আমি তখন বুঝিনি,
লোক আর মানুষের মধ্যে পার্থক্য কী!
এখন আমি এসব পার্থক্য ঠিকই বুঝতে পারি।
তাই তো আমিও লোককে ভালো না বেসে
মানুষকে ভালোবাসি
এবং নিজেও মানুষ হতে চেষ্টা করি।
মন্তব্য করুন: