রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা
  • প্রধান উপদেষ্টার কাছে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা
  • ভিন্নমতের জায়গাগুলো নিয়ে আলোচনা হবে
  • আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন
  • আ.লীগের মিছিল ঠেকাতে পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর নির্দেশ
  • সকলেই আমাকে দেখে বলে- আপা হর্ন তো বন্ধ হলো না
  • হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন
  • ৯ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত
  • যেসব শর্ত না মানলে হতে পারবেন না ওসি
  • ভারতকে দেওয়া সব সুবিধা বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ

২০ মিনিটে ২ লিটার পানি পান করে নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ আগষ্ট ২০২৩, ১২:৪০

যুক্তরাষ্ট্রের লেক ফ্রিম্যানে ঘুরতে গিয়েছিলেন অ্যাশলে সামারস নামের এক নারী। প্রচণ্ড গরমে তার খুব তৃষ্ণা পায়।

যার কারণে মাত্র ২০ মিনিটের মধ্যে তিনি দুই লিটার পানি পান করেন। এরপরই হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়েন তিনি। শেষমেশ মৃত্যু।

অ্যাশলে সামারসের বড় ভাই ডেভন মিলার বলেন, অনেকে বলছিল, মাত্র ২০ মিনিটে অ্যাশলে ৪ বোতল পানি পান করেছে। একটি বোতলে গড়ে ১৬ আউন্স পানি ধরে। সে হিসাবে ৪ বোতলে ৬৪ আউন্স পানি ছিল (প্রায় ২ লিটার)।

লেক ফ্রিম্যান থেকে ফিরে নিজ বাড়ির গ্যারেজে অ্যাশলে অচেতন হয়ে পড়েন। এরপর তার আর জ্ঞান ফেরেনি।

মিলার বলেন, হলি (আরেক বোন) অ্যাশলের হাসপাতালে ভর্তির বিষয়টি ফোন করে জানান। তবে সে সময় তারা জানতেন না, কী কারণে তিনি (অ্যাশলে) অসুস্থ হয়ে পড়েছেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি হাইপোনাট্রেমিয়ায় আক্রান্ত হয়েছিলেন। এটি পানি বিষক্রিয়া নামেও পরিচিত। রক্তে সোডিয়ামের পরিমাণ মাত্রাতিরিক্ত পরিমাণ কমে গেলে এই জটিলতা দেখা দেয়।

মিলার বলেন, ‘চিকিৎসকেরা যখন পানি বিষক্রিয়ার কথা বললেন, আমরা হতভম্ব হয়ে পড়েছিলাম। ’

হাসপাতালের চিকিৎসক ব্ল্যাকে ফ্রোবার্গ বলেন, সাধারণত গরমের সময় বা যারা বাইরে রোদে কাজ করেন বা ঘন ঘন ব্যায়াম করেন, তাদের হাইপোনাট্রেমিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই ইলেকট্রোলাইট, সোডিয়াম ও পটাশিয়ামযুক্ত পানীয় পান করা গুরুত্বপূর্ণ।

হাইপোনাট্রেমিয়ায় আক্রান্ত হওয়ার ঘটনা বিরল। তবে এর পরিণতি মারাত্মক হতে পারে। সাধারণত অল্প সময়ে খুব বেশি পরিমাণ পানি পান করলে বা অসুস্থতার কারণে কিডনিতে খুব বেশি পানি থাকলে এ সমস্যা দেখা দেয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর