প্রকাশিত:
৮ নভেম্বর ২০২৪, ১৬:৩৯
বাস্তবলক্ষ্য আমার গদ্য-কবিতা-
সূচনার সংগ্রামী শপথ,
মানুষে মানুষে আপন ভাবাতে
আমার গদ্য-কবিতার আদালত।
সমকালীন লক্ষ্য সূচনা প্রসূন ;
হতেপারে বিদ্রোহী কবিতা
মাতৃত্ব-দেশপ্রেম কালের খেয়ার মতো রক্তসবিতা।
সেও লেখনীতে কবিতার শব্দাংশে
বিদ্রোহী কলম দৈনিক ;
অশোভন করিতে ধ্বংসের স্তব
সেও হতেপারে কবিতার সম্ভারে
আমি কবি কলম সৈনিক।।
মন্তব্য করুন: