সেদিন গোধূলী বেলায়,
কুমার নদের পাড়ের নির্জনতায়,
হেমন্তের মৃদু সমীরণে-
মমতার অনলে ঝলসানো হৃদয়।
শিল্প-কারখানার বর্জ্রে দূষিত জলের ক্ষত নিয়ে-
দু'পাড়ের সেতুবন্ধনে- নদ, বিসর্জন দেয় নিজেকে।
স্বার্থপর মানুষের অবৈধ দখলে,নদ আর খালের-
ব্যবধানের সরল সমীকরণ, দুর্বোধ্য হয়ে যায়।
নগরায়নের ভোগ বিলাসীতায়-
গুমড়ে কাঁদছে, ফসলী জমি আর বনভূমি।
চিরচেনা শান্ত-স্নিগ্ধ মেঠো সুখ,
ভেজাল আার কৃত্রিমতার মায়াবি জালে ঘেরা।
ইট-পাথরের অট্রালিকার কফিন মোড়ানো জীবনে,
প্রতিক্ষণে- লৌকিকতার ফটোসেশনে, বন্দি মানবতা।
মন্তব্য করুন: