প্রকাশিত:
১০ নভেম্বর ২০২৪, ২০:০৬
জন্মেছি এই দেশে,
বীরের দেশে, বীরের বেশে।
আমার মাতৃভূমি তুমি,
আমার জন্মভূমি তুমি,
জনম আমার সার্থক হোক,
তোমায় ভালোবেসে।
সবুজে শ্যামলে, ফসলে ভরা ,
আমার এই বসুন্ধরা।
তোমার মাটির সুঘ্রানে,
জুড়ায় আমার প্রাণে প্রাণে।
মাঠে-ঘাটে কাজ করে ,
সবাই মিলে মিশে।
বিপদে-আপদে সবাই এসে,
দাঁড়ায় সবার পাশে।
এই দেশের মানুষ, এই দেশের মাটি,
সকলের ভালোবাসা,
এ দেশের জন্য খাঁটি।
নদী-নালায় ভরা এই দেশ,
মাছে-ভাতে বাঙালি,
চারিদিকে ফসল ফলে,
সোনালী-রূপালী।
আমার দেশের সকল মানুষ,
থাকে মিলে-মিশে,
সারা জীবন থাকি যেন এই বাংলাদেশে।
মন্তব্য করুন: