প্রকাশিত:
১০ নভেম্বর ২০২৪, ২৩:৪৫
রোববার (১০ নভেম্বর) দুপুরে পীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষক আব্দুল ওহাবকে এই বিদায় সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাসিমুল বারির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ফজলুল হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, বিদায়ী শিক্ষক আব্দুল ওহাব, বিদায়ী শিক্ষকের সহধর্মিনী নার্গিস আকতার, সহকারী শিক্ষক রাজিউর রহমান রাজা প্রমুখ।
অনুষ্ঠান শেষে সদ্য বিদায়ী শিক্ষক আব্দুল ওহাবের হাতে বিভিন্ন উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় শিক্ষক, সাংবাদিক, অভিভাবকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন: