প্রকাশিত:
১২ নভেম্বর ২০২৪, ১৪:১৩
দখলমুক্ত করতে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট ও আশেপাশের এলাকায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১ টার দিকে গুলিস্তান পার্কে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।
গুলিস্তান পার্কের সামনের এক চায়ের দোকানদার বলেন, ‘সোমবারও সামনে দোকানদারি করেছি। তবে উচ্ছেদের বিষয়ে আমাদের কেউ কিছু জানায়নি। যদি আগে জানাত তাহলে জিনিসপত্র সরিয়ে রাখতাম’।
এর আগে, ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গুলিস্তানের আশপাশের এলাকায় অভিযান চালাবে ডিএমপি ট্রাফিক বিভাগ।
মন্তব্য করুন: