ফ্যাসিবাদের দীর্ঘ ১৬ বছরের অপ-রাজনীতির ফলে দেশের প্রায় সবখানেই গড়ে উঠে দখল বানিজ্য। এর থেকে বাদ পড়েনি সরকারি খাসজমিও। ফুটপাত দখল তার অন্যতম। গত সোমবার সহকারী কমিশনার ভূমি রিফাত জাহান হাজীগঞ্জ এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় হাজীগঞ্জের বাকিলা বাজারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
দখলদাররা ফুটপাতে দোকান বসিয়ে করেন চাঁদাবাজি। ফুটপাতে দোকান বসানোর ফলে রাস্তায় যানযটসহ জনজীবনে দেখা দেয় অস্বস্তি।
দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়ে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। সাধারণ মানুষের অভিযোগ প্রশাসন উচ্ছেদ করলেও পূণরায় তা দখল হয়ে যায়। হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের এক শিক্ষার্থী জানান, ফুটপাত দখলের কারণে স্কুল কলেজে যেতে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়। সাধারণ মানুষের চলাচলে বিগ্ন ঘটে। এসব দখল স্থায়ীভাবে উচ্ছেদের অনুরোধ করেন। এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি রিফাত জাহানকে প্রশ্ন করলে তিনি বলেন, কেউ পূণরায় দখল করলে তাকে আইনের আওতায় আনা হবে৷ এমন অভিযানে বর্তমানে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা জানতে চাইলে তিনি জানান, কোনো প্রকার প্রতিবন্ধকতা নেই। অবৈধ দখল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
সাধারণ মানুষ ও শিক্ষার্থী সমাজ একটি সুন্দর নিরাপদ বাংলাদেশের আশা ব্যক্ত করেন।
মন্তব্য করুন: