শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তন্ময়সহ শেখ পরিবারের ৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা  
  • সাবেক ডিবি প্রধান হারুনের ফ্ল্যাট ও প্লট জব্দের আদেশ
  • ২৭ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
  • কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
  • সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে তদন্ত ছাড়াই
  • ওয়ার্ড সচিব ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেপ্তার
  • নির্বাচন কমিশন সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না
  • পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে দোহা থেকে রোমে যাবেন প্রধান উপদেষ্টা
  • আইসিটির দুর্নীতি তদন্ত ও শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স
  • তুরস্ক ও আমিরাত সফরে প্রধান বিচারপতি

নিজ হাতেই ক্যাম্পাস পরিষ্কার করলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

রবিউল আলম, ইবি প্রতিনিধি

প্রকাশিত:
১৪ নভেম্বর ২০২৪, ১৩:০০

ইসলামী বিশ্ববিদ্যালয়কে পরিবেশবান্ধব করতে ‘গ্রিন ক্যাম্পাস ডে’ পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিন নিজ হাতে ক্যাম্পাসের ময়লা আবর্জনা পরিষ্কার করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। পাশাপাশি প্রতিবছর ১২ নভেম্বর ‘গ্রিন ক্যাম্পাস ডে’ পালনের ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১২ নভেম্বর) গ্রিন ক্যাম্পাস ডে উপলক্ষে সকাল ১১টায় উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরবর্তীতে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নকরণ ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশ নেন তারা।

এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘গ্রিন ক্যাম্পাস ডে’তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হবো- আমাদের ক্যাম্পাসকে আমরা ময়লা-আবর্জনামুক্ত ক্যাম্পাসে পরিণত করব। পরিবেশ সংরক্ষণে আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হবো। আমি যতদিন এই ক্যাম্পাসে থাকবো আপনাদেরকে সাথে নিয়ে প্রতিবছর ১২ই নভেম্বর ‘গ্রিন ক্যাম্পাস ডে’ হিসেবে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পালন করব। আগামী দিনেও যারা থাকবেন আপনারাও এই দিনটিকে ‘গ্রীন ক্যাম্পাস ডে’ হিসেবে পালন করবেন। ক্যাম্পাস ময়লা-আবর্জনা মুক্ত হবে। ক্যাম্পাস সুন্দর হবে।

তিনি আরও বলেন, আপনাদের প্রতিজ্ঞা করতে হবে, আমরা পরিবেশ দূষণকারী হব না। কাগজের টুকরো যেখানে-সেখানে ফেলবো না। বাংলাদেশের অনেক ক্যাম্পাস আছে যে ক্যাম্পাসকে বলা হয় ডাস্টবিন। কিন্তু সেটা আমাদের জন্য উদাহরণ না। আমাদের ক্যাম্পাসকে আমরা ডাস্টবিনে পরিণত করব না। নিজেরা ময়লা ফেলবো না, কাউকে ময়লা ফেলতে দেব না।

ক্যাম্পাসের দোকানদার এবং দোকান মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের দোকানের সামনে পরিষ্কার রাখবেন। একাডেমিক ভবন এবং প্রশাসন ভবন চত্বর পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কাগজের টুকরা যেন এই বিশ্ববিদ্যালয়ে না থাকে। এটা কোন ঘোষণা না, এটি প্রতিজ্ঞা। ময়লামুক্ত ক্যাম্পাস গড়বো, সুন্দর জীবন গড়বো, সুন্দর শিক্ষার পরিবেশ গড়বো। এই হোক আমাদের প্রতিজ্ঞা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর