প্রকাশিত:
১৪ নভেম্বর ২০২৪, ১৩:২৪
পীরগঞ্জ রেল স্টেশন হতে প্রায় ২০ গজ উত্তরে জগথা ফকিরপাড়া এলাকায় 'টি/৪৫ এ( সি),৪৫২/১২' নম্বর পিলারে পীরগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ রেল ক্রসিং রয়েছে। অবাক করার বিষয় হল গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই ক্রসিংয়ে কোনো গেইটম্যান ও গেট নেই।
বছরকয়েক আগে এই ক্রসিংয়ে দ্রুতযান এক্সপ্রেসে কাটা পড়ে ঠাকুরগাঁও জজ কোর্টের দু'জন জারিকারক'র মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনাস্থল পরিদর্শনে চিফ জুডিশিয়াল ম্যাজিসট্রেট এলে এক সপ্তাহের সময় বেঁধে দেন রেলের দখলকৃত জায়গা পুনরুদ্ধার করতে এবং একজন গেটম্যান নিয়োগ,ক্রসিংয়ে গেট দেওয়ার নির্দেশ দিয়ে যান। আজ পাঁচ বছর পেরিয়ে গেলেও পূর্বাবস্থার কোনো পরিবর্তন হয়নি,পালন করাও সেই হয়নি আদেশ হয়নি।
পীরগঞ্জের এই বিকল্প রাস্তা দিয়ে পীরগঞ্জ উপজেলা, ভূমি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পীরগঞ্জ সরকারি কলেজ, বরেন্দ্র অফিসে লোকজন যাতায়াত করে।
রেলক্রসিং পেরোলে হাতের বাম দিকে যে সড়কটি গেছে এই রাস্তার পাশে রয়েছে সরকারি খাদ্য গুদাম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, পীরগঞ্জ প্রেসক্লাব।
রেল কর্তৃপক্ষের ঔদাসীন্য দেখে রেলের জায়গায় যারা বসতি গড়েছেন, তারা নিজেদের উদ্যোগে বাঁশ দিয়ে ট্রেন চলাচলের সময় যানবাহন আটকে রাখেন।
মন্তব্য করুন: