প্রকাশিত:
১৪ নভেম্বর ২০২৪, ১৯:২৮
যদি বল ভুল হব ডেঙে ফেলবো
যন্ত্র- নির্ভর সত্যির সংজ্ঞা,
হেবা করে দেবো তোমার নামে
একমাত্র ভিটে মাটি,
যদি বল চলে যাবো একেবারে
ফেলে রেখে উদ্ভাবনের শেষ সফলতা,
যদি চাও রাত হব নদীর উঠোনে
কিংবা রোদ্দুর তাও হতে পারি,
একবার যদি ফিরে আসো
পুরোনো এ্যালবাম, চিঠির খাম কিংবা
এ্যানালগ টেলিফোন,
নিলুদের জ্যোৎস্নার বাগানে
সেই একদিন উদ্ভিন্ন কৈশোর
যান্ত্রিক পৃথিবীর সাম্প্রতিক উঠোন ছুঁয়ে
একবার যদি ফিরে আসো!
মন্তব্য করুন: