প্রকাশিত:
১৫ নভেম্বর ২০২৪, ১৬:০৬
নির্মল শরৎ বিদায় হয়েছে জানি,
কাশফুল গিয়েছে, ফুটেছে কামিনী।
ভোরের রবি পূব গগনে উদয় হলে,
শিশির ঘাসের উপর মুক্তা হয়ে জ্বলে।
পাখি সব অলস,নীরব,থাকে মুখ গুজে,
মৃদু হাওয়ায় আবার,আসে নয়ন বুজে।
মাঠ ভরে আছে সবুজের ছবি এঁকে,
নিশিথ আঁধারে পেঁচা গেল যে ডেকে।
কুয়াশার চাদর পড়ে, জীর্ণ সাজ অঙ্গে,
শীতের বার্তা নিয়ে হেমন্ত এলো বঙ্গে।
মন্তব্য করুন: