প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২৪, ১৩:১৪
শরীয়তপুর জেলার নড়িয়া থানার ভোজেশ্বর ইউনিয়ন এর আধুনিক ব্রিজটি সংযোগ সড়কের অভাবে অলস ভাবে পরে আছে। ব্রিজের নির্মান কাজ শেষ হয়েছে প্রায় ৬ বছর আগে। তবে ব্রিজের সাথে সংযোগ সড়ক না থাকায় যাতায়াত সুফল পাচ্ছেনা এলাকার সাধারণ মানুষ। ভোগান্তি তে পরেছেন এলাকার যাতায়াতের স্থানীয় মানুষ ও কৃষিপন্য পারাপারে ব্যাবসায়ীরা। এলজিইডি কতৃপক্ষ বলছে, জমি জটিলতার কারনে সংযোগ সড়ক নির্মান সম্ভব হচ্ছেনা।
কীর্তিনাশা নদীর উপর নির্মিত আধুনিক ব্রিজটির নির্মান কাজ শুরু হয় ২০১৬ সালে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৯৯ মিটার ব্রিজটি তৈরী করে।
২০১৮ সালে ব্রিজটির নির্মান কাজ শেষ হলেও সংযোগ সড়ক না করে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান কামারজানি ব্রোজেন আনোয়ারা জিভি।
এরপর ২০১৯ সালের ১৮ জুলাই ১৩ কোটি ২১ লহ্ম টাকা ব্যায়ে নতুন করে সংযোগ সড়কের কাজ শুরু করে এলজিইডি। ২০২১ সালের জুন মাসে সংযোগ সড়কের কাজ শেষ হয়ার কথা থাকলেও শেষ হয়নি এখনো। যার ফলে ব্রিজের উপর দিয়ে যাতায়াতের সুবিধা পাচ্ছেন না স্থানীয়রা। বাধ্য হয়েই এখন নদী পারাপারে নৌকার উপর ভরসা করছেন তারা। স্থানীয়রা দ্রুত সংযোগ সড়কের নির্মান এর দাবি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা আক্তার হোসেন বলেন, ব্রিজ থাকার পরেও আমরা জপসার বাসিন্দারা খেয়া পার হয়ে বাজারে আসি এই এলাকার বাসিন্দারা সব সময় এই বাজার মুখি, সবার বানিজ্য যাতায়াত কাজ সব এই বাজার কেন্দ্র করে। তিনি অতি দ্রুত এই জপশা-ভোজেশ্বর ব্রিজের সসংযোগ সড়কের নির্মান দাবী করেন।
শরীয়তপুরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস এম রাফেউল ইসলাম বলেন, ভূমি জটিলতায় সংযোগ সড়কের নির্মান সম্ভব হচ্ছেনা। ভূমি জটিলতা কাটিয়ে উঠে অতি দ্রুত সংযোগ সড়কের কাজ শেষ করার কথা বলেন তিনি।
মন্তব্য করুন: