প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২৪, ১৮:৫৯
নবীগঞ্জ পৌর শহরে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যানজট তীব্র আকার ধারণ করছে। শহরের হাসপাতাল সড়ক, শেরপুর রোড, ওসমানী রোড এবং থানা পয়েন্টের মতো ব্যস্ত এলাকাগুলোতে ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকে। ব্যবসায়ী, পথচারী, শিক্ষার্থী, এবং জরুরি সেবাগ্রহীতাদের জন্য এই যানজট চরম ভোগান্তি ডেকে এনেছে।
যত্রতত্র সিএনজি অটোরিকশা ও টমটম স্ট্যান্ড এবং অবৈধ পার্কিং যানজটের মূল কারণ। প্রধান সড়কে ট্রাক দাঁড় করিয়ে মালামাল লোড-আনলোড করা ও ট্রাফিক পুলিশের নজরদারির অভাবে এই সমস্যা দিন দিন বেড়েই চলেছে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরে ট্রাক-লড়ি প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও ট্রাফিক পুলিশের সামনেই দানবরূপী অবৈধ ট্রাক্টর চলাচল করে। এসব ট্রাক্টর শুধু যানজটই বাড়াচ্ছে না, সড়কের ক্ষতিও করছে।
নাগরিকদের অভিযোগ, ট্রাফিক পুলিশ মাঝে মাঝে চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র যাচাই করে ব্যবস্থা নেয়, কিন্তু অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
ব্যবসায়ী শফিকুর রহমান বলেন, “অবৈধ পার্কিং ও ফুটপাত দখলের কারণে যানজট বাড়ছে।” নাঈম নামে এক পথচারী বলেন, “৫-১০ মিনিটের পথ পাড়ি দিতে এক-দেড় ঘণ্টা সময় লাগে।” কলেজছাত্রী মুক্তা জানান, “যানজটের কারণে হাঁটাও কঠিন হয়ে পড়েছে।”
এম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন এই সমস্যায় সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে। চালক তালেব আলী বলেন, “যানজটের কারণে গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে এবং ব্যাটারির চার্জও দ্রুত শেষ হয়।”
যানজট নিরসনে প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও তা কার্যকর প্রভাব ফেলছে না। নাগরিকরা কার্যকর পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে এ সমস্যার সমাধান চান।
মন্তব্য করুন: