প্রকাশিত:
১৭ নভেম্বর ২০২৪, ১১:৩০
পদ্মাসেতু চালু হলেও শরীয়তপুরবাসী এখনো এর পূর্ণ সুফল পাচ্ছে না। শরীয়তপুর থেকে পদ্মাসেতুর সংযোগ সড়কের ২৭ কিলোমিটার অংশের নির্মাণ কাজের ধীরগতির কারণে সাধারণ মানুষ পড়েছে চরম ভোগান্তিতে। খানাখন্দে ভরা সড়কটিতে যান চলাচল কষ্টকর হয়ে উঠেছে, বিশেষ করে বর্ষার সময়ে।
সরকার ২০২০ সালে ১,৬৮২ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়ে ২০২৪ সালের জুন মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছিল। তবে প্রকল্পের ৫৫% কাজ শেষ হওয়ায় সময়সীমা ২০২৬ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
স্থানীয় পথচারী আব্দুল জব্বার বলেন, এই রাস্তা দিয়ে চলাচল খুবই কষ্টকর। অসুস্থ রোগী নিয়ে চলাফেরা করাটা জীবন-মরণের প্রশ্ন হয়ে দাঁড়ায়। দ্রুত রাস্তাটির কাজ শেষ হোক, এটাই আমাদের দাবি।
বাসচালক মো. সোহাগ বলেন, ভাঙা রাস্তায় গাড়ি চালাতে গিয়ে গাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এখানে বাস চালাই।
জমি অধিগ্রহণের জটিলতাসহ নানা সমস্যায় আটকে থাকা প্রকল্পটি তদারকির অভাবে আরও ধীর গতিতে এগোচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তবে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন জানিয়েছেন, ২০২৬ সালের জুনের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। বর্ষা মৌসুম শুরুর আগেই সড়কটি ব্যবহারের উপযোগী করার চেষ্টা চলছে।
সরকারের এই মেগা প্রকল্পটি দ্রুত শেষ করার দাবি জানাচ্ছে শরীয়তপুরবাসী। তারা আশা করছেন, পদ্মাসেতুর সুফল পেতে সড়কের দুরবস্থা দ্রুত দূর হবে।
মন্তব্য করুন: