প্রকাশিত:
১৭ নভেম্বর ২০২৪, ১২:২৭
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলায় জড়িত থাকায় হাজীগঞ্জ উপজেলার সাবেক তরুণ লীগ সভাপতি ও যুবলীগ নেতা আবু বকর সিদ্দিক সোহাগ ওরফে সোহাগ কাশারী গ্রেফতার। বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক।
জানা যায়, হাজীগঞ্জ উপজেলায় ১৫-১৯ জুলাই তীব্র আন্দোলন হয় এবং ৩ ও ৪ আগস্ট আন্দোলন প্রকট আকার ধারণ করে। একাধিক ব্যক্তির অভিযোগ, এতে যুবলীগ নেতা সোহাগ কাশারী ও তার সহযোগিরা শিক্ষার্থী ও জনতার উপর হামলায় প্রকাশ্যে নেতৃত্ব দেয়। ০৪ আগস্ট আওয়ামীলীগ ও তাদের সহযোগী সংগঠনের নৃশংস হামলায় উপজেলার টোরাগড় সরকার বাড়ির আজাদ সরকার(৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয় ও শতাধিক ছাত্র-জনতা আহত হয়।
০৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালালে সোহাগ কাশারী সহ তার সহযোগিরা গাঢাকা দেয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসলে আবারো প্রকাশ্যে আসেন সোহাগ কাশারী ও তার সহযোগিরা। বিভিন্ন সময় অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে করেন কটু মন্তব্য। ছাত্র-জনতার আন্দোলনে হত্যাযজ্ঞ চালানো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে নিয়ে সাফাই গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন নিয়মিত।
এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার মাঝে তীব্র ক্ষোভ তৈরি হয়। তারা বলেন, আন্দোলনে হামলাকারীরা যদি প্রকাশ্যে নির্বিঘ্নে নিজেদের অবস্থান জানান দিয়ে ঘুরে বেড়ায়; তবে তা হবে জুলাই বিপ্লবে শহীদের রক্তের সাথে বেইমানি। সাধারণ মানুষের দাবি প্রশাসন যেনো জুলাই বিপ্লবে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক এর নিকট জানতে চাইলে তিনি বলেন, কোনো ভিকটিম মামলা করলে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। আবু বকর সিদ্দিক প্রকাশ সোহাগ কাশারী (৩৮) হাজীগঞ্জ উপজেলার মকিমাবাদ ৪নং ওয়ার্ড কাশারী বাড়ির মৃত হারুন অর রশিদ এর ছেলে। হাজীগঞ্জ থানার মামলা নং-১৩, ২১ সেপ্টেম্বর ২০২৪ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। (পিআর)
মন্তব্য করুন: