প্রকাশিত:
১৭ নভেম্বর ২০২৪, ১৮:৩০
ফরিদপুরের ভাঙ্গায় আলোমতি (৬০) নামক এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে ভাংগা থানা পুলিশ। রবিবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বড়দিয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের আব্দুল হক শেখের স্ত্রী।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার ভোরে ফজরের নামাজের জন্য ঘর থেকে বের হন আলোমতির পুত্রবধূ আদুরী বেগম। তিনি ঘরের পিছনে বাঁশ বাগানে ওড়নার সাথে ঝুলন্ত অবস্থায় তার শাশুড়িকে দেখতে পান।
তিনি চিৎকার করলে বাড়ির লোকজন এগিয়ে আসে । তারা ঝুলন্ত অবস্থায় বৃদ্ধাকে নামায় এবং মৃত দেখতে পায়। পরে ভাঙ্গা থানা পুলিশকে খবর দেয়। পরিবারের সদস্যরা বলেন তিনি দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন।
ভাংগা থানার উপ-পরিদর্শক মশিউর রহমান জানান, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বড়দিয়া গ্রাম থেকে এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।
মন্তব্য করুন: