প্রকাশিত:
১৭ নভেম্বর ২০২৪, ২২:৩৭
"আমরা এ দেশে একটি সুষ্ঠু নির্বাচিত সরকার প্রতিষ্ঠা দেখতে চাই। তা না হলে চলমান আন্দোলনের সাফল্য অর্জন সম্ভব হবে না। জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য বিএনপি সবসময় সংগ্রাম চালিয়ে আসছে।"
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম রবিবার (১৭ নভেম্বর) তজুমদ্দিন উপজেলা ছাত্রদল, সরকারি কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিকেল ৫টায় ডাকবাংলো হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদল আহ্বায়ক মো. মামুন।
মেজর হাফিজ বলেন, "গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপির দুই হাজারেরও বেশি নেতা-কর্মী প্রাণ দিয়েছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সম্পৃক্ত করা ছাড়া অন্য কোনো পথ নেই। জনগণের মতামতকে অগ্রাধিকার দিয়ে জাতীয় সব কার্যক্রম পরিচালনা করতে হবে। আমরা চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। আশা করি, সরকার খুব শিগগিরই এর জন্য কার্যকর ব্যবস্থা নেবে।"
তিনি আরও বলেন, "বাংলাদেশের চলমান গণতান্ত্রিক আন্দোলন বিশ্ববাসীর নজর কেড়েছে। বাঙালির সাহসিকতার প্রমাণ এ আন্দোলন। আমরা আশা করি, শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না। আগামী মার্চ-এপ্রিলের মধ্যে সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে।"
বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, "পুরাতন পুলিশ প্রশাসন দুর্নীতিতে নিমজ্জিত। তারা শেখ হাসিনার সন্তুষ্টি লাভে দেশের ক্ষতি করছে। আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণে অন্তর্বর্তী সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ। সিন্ডিকেট ভাঙার অক্ষমতার কারণে বাজার পরিস্থিতি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। তবে একটি নির্বাচিত সরকার থাকলে সিন্ডিকেট ভেঙে বাজার স্থিতিশীল করা সম্ভব হতো।"
সভায় আরও উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মহিবুল্লাহ নাগরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন: