প্রকাশিত:
১৮ নভেম্বর ২০২৪, ১৪:০৮
আমার পিছু নিয়ে নিজেকে ক্লান্ত করো না,হে মরন আমার।
যাও ফিরে! হোক না দেখা আরো কিছু দিন পরে।
আমি আমার স্বপ্ন দিয়েছে ভেঙ্গে, বাজপাখির ডানার মতো।
যা ছিল আমার বিশ্ব দেখার চোখ।
আরো কিছু দিন থাকার আশায়,মোহ-মায়ার এই ভুবনে।
তোমার মুখামুখি হতে হবে আজ নয় তো কাল।
যাও ফিরে! হোক না দেখা আরো কিছু দিন পরে।
আমি ঝরিয়েছি আমার হৃদয়ে রক্তক্ষরণ
বৃদ্ধ বাজপাখির ঠোঁটের মতো।
আমার পিছু নিয়ে নিজেকে ক্লান্ত করো না, হে মরন আমার।
মাথার উপরের আকাশটাকে বিশাল থেকে বিশালতর লাগে
ডানা বিহীন ঈগলের।
স্বপ্ন বিহীন পৃথিবীটা আমার কাছে ছোট্ট একটা খুঁড়ে ঘর।
তবুও ফিরে যাও,এসো আরো কিছু দিন পর।
আমি এই সত্য থেকে নিজেকে পারবো না বাঁচাতে..
তোমাকে ধরতে পারিনি এই নশ্বর জীবনে।
যাও ফিরে যাও! হে মরন আমার
হোক না দেখা আরো কিছু দিন পর।
মন্তব্য করুন: