প্রকাশিত:
১৯ নভেম্বর ২০২৪, ১৪:৩৬
গ্রীষ্মের রাতে জোছনায় ভরা গগন
দপদপ তারকারাজি জ্বলছে
আলোয় আলোয় আলোকিত ভূবণ।
মাঝে মাঝে মেঘের ভেলা
ভেসে যাচ্ছে দূরদেশে
চলছে আলো আঁধারি খেলা।।
মাছে ভরা নদী নালা
শুকিয়ে আসা বিল-ঝিল
খেলা করে কৈ পুঁটি মলা।
ঝাঁকিজাল, পলো হাতে দাদা
ডুলা নিয়ে নাতি
ভরেছ মাছ সাদা সাদা।।
বড় গৃহস্থের লম্বা উঠান
কিশোর কিশোরীর ঝাঁক
খেলছে বৌছি কুতকুত গোল্লাছুট।
গোল করে দাওয়াই বসে
প্রতিবেশী আবাল বৃদ্ধ
মজেছে কিচ্ছা আর খোশগল্পে।।
হাট হতে গৃহস্থরা দলবলে
ফিরছে মেঠোপথ ধরে
হাতে হাতে সওদার থলে।
পথ চেয়ে অপেক্ষমান ছেলে
বাতাসা এনেছে বাবা
ঘুমাবে এবার খুশি মনে।।
মন্তব্য করুন: