প্রকাশিত:
১৯ নভেম্বর ২০২৪, ১৪:৪৩
বুলবুলি তুই ধান খেয়ে যা
সাজনা গাছের তল
মুড়ি মুড়কি আর কি খাবি
লাগলে আমায় বল।
দিদির হাতের মিষ্টি রসের
আনবো নাকি দই
আমার সাথে পড়বে কি রে
নোটন ছড়ার বই।
আরও আছে হাট্টিমা টিম
কাজলা দিদির গান
ঘুম পারানোর মাসি-পিষি
তায় জুরাবে প্রাণ।
মন্তব্য করুন: