প্রকাশিত:
১৯ নভেম্বর ২০২৪, ১৫:৪২
শিউলি ফুলের ঘ্রাণ নিতে ফিরে যাই সূদুর অতীতে
ইছামতির মরা গাঙ, কাঁদামাটির গন্ধ; পলিমাটির আবরণ
দু’চারটি কাঁদাখোচার এদিক সেদিক ওড়াউড়ি।
সেই অতীতে আমার মমতাময়ী মা আছেন
ঝাঁল-কাঁচামরিচ দিয়ে মাখানো ভাতের স্বাদ
চোখ দিয়ে জল বের হলেও তৃপ্তি ছিল।
তামাটে রঙের লালচুলো বীরেনের চোখ মনে আছে
ছেলেটার চোখে মায়া ছিল; মনে আছে
হেমন্তের শিশিরে ন্যাতানো সকালের ঘাস; হলুদ পাখিটার কথা-
আমার কিশোর দুপুরে প্রায়ই ডাকাডাকি করতো
আজও কত পাখি আকাশজুড়ে যৌবনের রঙ মেখে উড়ে বেড়ায়
আমি তবু সেই কিশোর বেলার হলুদ পাখিটিকে খুঁজি।
মন্তব্য করুন: