প্রকাশিত:
২০ নভেম্বর ২০২৪, ১১:৫৯
আকাশ আমায় হঠাৎ বলে,
"ওরে হতভাগা,
কার কথা তুই এত ভাবিস?
কার তরে রাতজাগা?"
আমি বলি মুচকি হেসে,
"নয়তো কাউকে ভালোবেসে,
নিজের কথাই ভাবতে গিয়ে-
ঘুম গুলো যে যায় হারিয়ে।
প্রতিটা দিন যাচ্ছে চলে,
অতীতের অন্তরালে।
আমি চলছি হয়ে ব্যর্থ,
করছি কেবলই অনর্থ।"
"কি হবে আমার বলো আকাশ?
ঐ দেখো শো শো করে হাসছে বাতাস।"
"যা কিছু হবার দেখা সব; না পেয়ে ভয়,
শত চেষ্টায় যে কেউই পারে অসাধ্যকে করতে জয়।"
বললো আকাশ
করে হাহুতাশ,
"হতভাগা, বসে না থেকে করে দে শুরু,
থেমে থাকবিনা যে যাই বলুক আমিই তো গুরু,
মনের প্রসার কর সীমাহীন,
নিজেকে কর সকল বাধাহীন।
জয় কর সকল কিছু সবাইকে হারিয়ে,
এগিয়ে যা জীবনের যুদ্ধে সকল বাধা পেরিয়ে!"
মন্তব্য করুন: