প্রকাশিত:
২০ নভেম্বর ২০২৪, ১২:৪৮
ঘাতকের বুলেটের আঘাতে তাজা তাজা অসংখ্য প্রাণ ঝরিয়ে
গুম খুন আয়নাঘরের বিভীষিকাময় দুঃসময় আমরা ছাড়িয়ে গেছি।
প্রকৃতিতে আসতে শুরু করেছে একটু একটু করে আবার বসন্ত
তুমি আমি কাঁধে কাঁধ মিলিয়ে খলসে মাছের মত খলবলিয়ে
বসন্তের সব উপকরণ সংগ্রহ করে দেশটা গড়বো একটা স্বর্গরাজ্য।
আমাদের রিজার্ভে যথেষ্ঠ লাল রং রয়েছে
এই গোলাপ বাগানে গোলাপ ফোটাতে আর একফোটাও রক্ত লাগবে না।
এই স্বর্গরাজ্যে শুধুই প্রেমিক জন্মাবে কোন ঘাতক জন্মাবে না।
ঘাতকের বুলেটে পাখির মত মানুষ আর মরবে না,
লাশের স্তূপ গড়ে কেউ নির্দয়ের মত পুড়িয়ে নির্মমতা দেখাবে না।
আসতে দিনে আসছে সেই রোডম্যাপ-
মানুষ হবে শিক্ষায় আলোকিত, মনুষ্যেত্বে হবে মানবিক
জ্ঞানে গুণে হবে ধার্মিক, নাগরিক জীবনের মূল্য হবে অমূল্য
রাজনীতি বয়ে আনবে দেশ ও দেশের মানুষের কল্যাণ,
এই দেশে মানুষ জন্মাবে নেতা জন্মাবে কিন্তু কোন জল্লাদ জন্মাবে না।
নাগরিক জীবন হবে ঋতুরাজ বসন্তের মত বিনোদনমুখর।
মন্তব্য করুন: