প্রকাশিত:
২০ নভেম্বর ২০২৪, ১২:৫৯
বিকৃত সমাজ, কোথায় মানবতা?
বিচারের নামে চলছে মিথ্যার দান,
সত্যকে চাপা দেয় অন্যায়ের ব্যর্থতা,
অবিচারের মাঝে হারায় মোর প্রাণ।
নিয়মের খাঁচায় বন্দী ক্ষুদ্র প্রাণী,
স্বার্থের বাঁধনে বেঁধে রাখে মন,
অবহেলার ছায়ায় ডুবে থাকে জানি,
নির্মলতার স্বপ্ন আজ নির্জন।
ভ্রষ্টাচারে ঢেকে গেছে সব শুভ,
নিরপরাধের চোখে নীরব অশ্রু ঝরে,
লালসার দাহে পুড়ে মোর বুক।
তারপরও আশা করি যে ঘুম ভাঙবে,
আলো আসবে, সব মুছে দেবে শোক,
নতুন সূর্য সমাজকে জাগাবে।
মন্তব্য করুন: