প্রকাশিত:
২০ নভেম্বর ২০২৪, ১৫:০১
প্রকৃতির মাঝে একটি পথ
চলে গেছে আঁকাবাকা,
নিরবে নিভৃতে লিখছি ছন্দ
বসে আছি যে একা একা ।
তোমার অপেক্ষায় পার করছি
কত গুলো মুহূর্ত,
তোমাকে পাওয়া এখন হয়ে উঠেছে
আমার এক বিশাল শর্ত।
মেঘ ঢাকা আকাশে
হাসছে না যে চাঁদ,
প্রতিটি সময় মনে পড়ছে
তোমার স্মৃতি জড়ানো আবেগ।
বৃক্ষের আনাগোনা পরিবেশে
ডাকছে পাখি শত,
তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা
যেনো বেড়েই চলেছে প্রতিনিয়ত।
আমি চাইলেও ডাকতে পারছি না;
ছুটে পারছি না যে তোমায়,
শুধুই দূরে ঠেলে দিচ্ছে
কোনো এক অজানা ভয়।
অবশেষে হয়তো তোমাকে
হারিয়ে ফেলাটাই হবে শ্রেয়,
কিন্তু তবুও হাজারো বার বলতে ইচ্ছে হয়
অনেক ভালোবাসি তোমায় প্রিয়
মন্তব্য করুন: