প্রকাশিত:
২০ নভেম্বর ২০২৪, ১৬:৫১
শহীদের লাল রক্তে কেনা
এই আমাদের সবুজ দেশ,
তাই মিলিয়ে নাম দেয়া হয়েছে
লাল সবুজের বাংলাদেশ
অধিকার আদায়ের জন্য কত
দিয়েছে তাজা রক্ত,
যারা ঝরিয়েছে রক্ত তাদের মোরা
হবো না তাদের ভক্ত..৷
যাদের রক্তের দ্বারা আদায় হয়েছে
ন্যায্য অধিকার ও সম্মান,
তোমাদের নাম মুছে যাবে না
চিরকাল রবে অম্লান..।
স্বৈরাচারীদের বিরুদ্ধে ছিল
এবারের এই যুদ্ধ..,
শত শত জন শহীদ হলেন
শহীদ হলেন "মীর মুগ্ধ"..।
শহীদ হলেন আবু সাইদ, আরও
শহীদ হলেন কত,
তাদের রক্তের দাম রক্ষা করবো, মোরা
বৃথা যেতে দেবো না তো..
হে আল্লাহ!
আমাদেরকেও দিও তুমি
জান্নাতের সেই স্থান,
শহীদের মর্যাদা হিসেবে,পরকালে তুমি
যা করিবে তাদের দান...।
মন্তব্য করুন: