বৃহঃস্পতিবার, ২১শে নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না
  • শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
  • আমাদের শিক্ষাব্যবস্থা উদ্যোক্তা নয় চাকরিপ্রার্থী তৈরি করে
  • নির্বাচনকালে পূর্ণাঙ্গ ক্ষমতা চায় ইসি
  • রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই নির্বাচন দেওয়া হবে
  • বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি অনুসন্ধান কমিটি
  • ঢাকার যে ৫ স্থানে আজ সবচেয়ে বেশি বায়ুদূষণ
  • রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ
  • কোনো কলেজকে রাতারাতি বিশ্ববিদ্যালয় করা সম্ভব না
  • টাঙ্গাইলে বাস-পিকআপভ্যান সংঘর্ষে চারজন নিহত

টিয়ারশেলে পিছু হটলেও এখনো মুখোমুখি ঢাকা-সিটি কলেজ শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২০ নভেম্বর ২০২৪, ১৭:০২

বাসে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ থামাতে টিয়ারশেল ছুড়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে দু’পক্ষই নিজেদের অবস্থান থেকে পিছু হটেছে। তবে তারা সেখান থেকে চলে যাননি।

বুধবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে প্রথমে ঢাকা কলেজের শিক্ষার্থীদের দিকে টিয়ারশেল ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর সিটি কলেজের শিক্ষার্থীরা সুযোগ বুঝে ঢাকা কলেজ শিক্ষার্থীদের ধাওয়া করেন। বাধ্য হয়ে সিটি কলেজ শিক্ষার্থীদের দিকেও টিয়ারশেল ছুড়তে বাধ্য হয় পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের সামনের সড়কে ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া দিচ্ছিলেন। তাদের ইট-পাটকেলও ছুড়তে দেখা যায়। পুলিশ ও সেনা সদস্যরা শিক্ষার্থীদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ ঢাকা কলেজ শিক্ষার্থীরা সিটি কলেজ শিক্ষার্থীদের দিকে ধেয়ে যান। ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। বাধ্য হয়ে পুলিশ তাদের দিকে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

সুযোগ পেয়ে সিটি কলেজের শিক্ষার্থীরা ফের ঢাকা কলেজকে ধাওয়া দেয়। তখন তাদের দিকেও কয়েক রাউন্ড টিয়ারশেল ছোড়ে পুলিশ। এতে দু’পক্ষই পিছু হটে। তবে তারা এখনো মুখোমুখি অবস্থানে রয়েছেন। যেকোনো সময় ফের সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর