প্রকাশিত:
২১ নভেম্বর ২০২৪, ১২:৩৫
গোসাইরহাট, শরীয়তপুর।
আমার আছে জল
তোমার আছে প্রেম
আমার আছে অনুভূতি
তোমার আছে হাসি।
এই জলে যেনো তুমি -আমি
সাঁতার কাটি
অচেনা তোমাকে হলো
আজ আমার চেনা।
আমার আছে উষ্ণতা
তোমার আছে মায়া
আমার আছে সুখ
তোমার আছে রূপ।
আমি একা
হেঁটেছি বহুদিন
আজ দুজনেই নেমেছি
ভালোভাবে দুজনকে।
তুমি ছাড়া আমার কেউ নেই
কাছে কিংবা দূরে
আমার ভুবনে থাকো তুমি
জীবন অনুভবে।
আমার আছে মিষ্টি সকাল
তোমার আছে রোদ
আমার আছে সন্ধ্যা বিকেল
তোমার আছে প্রমের রংধনু।
শীতের ঘন কুয়াশায়
মন উল্লাসে নাচে
একা আমি- তুমি দূরে
আজ কেউ নেই পাশে।
শুধু তুমিই আমার অর্ধঙ্গিনী
আমার প্রিয় প্রেম
ভালবেসে থাকবো বেঁচে
দুজন আজন্মকাল।
মন্তব্য করুন: