রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন পেশ সন্ধ্যায়
  • দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা
  • প্রধান উপদেষ্টার কাছে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা
  • ভিন্নমতের জায়গাগুলো নিয়ে আলোচনা হবে
  • আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন
  • আ.লীগের মিছিল ঠেকাতে পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর নির্দেশ
  • সকলেই আমাকে দেখে বলে- আপা হর্ন তো বন্ধ হলো না
  • হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন
  • ৯ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত
  • যেসব শর্ত না মানলে হতে পারবেন না ওসি

ডেঙ্গুতে যত মৃত্যু, তার ৭৯% ঢাকায়

সারা দেশে ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু।

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৮ আগষ্ট ২০২৩, ১১:৩৫

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চলতি বছর দেশে এখন পর্যন্ত ৩২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকার হাসপাতালগুলোতেই মারা গেছেন ২৫৮ জন। অর্থাৎ ডেঙ্গুতে যত মৃত্যু, তার প্রায় ৭৯ শতাংশই ঢাকায় হচ্ছে।

আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে মৃত্যু হয়েছে আরও ৬৯ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য পর্যালোচনা করে এই হিসাব পাওয়া গেছে।অবশ্য ঢাকার বাইরে থেকেও অনেকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা নেন। বিশেষ করে সংকটাপন্ন রোগীদের ঢাকার হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়।

এদিকে রোববার (৬ আগষ্ট) সকাল ৮টা থেকে সোমবার (৭ আগষ্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে মারা গেছেন ১০ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে মারা গেছেন আরও চারজন। সোমবার (৭ আগষ্ট)  সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এর আগে গত ২৬ জুলাই এক দিনে ১৪ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।

এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ঢাকাতেই বেশি। চলতি বছর এখন পর্যন্ত ঢাকায় মোট ৩৬ হাজার ৭২০ জন আক্রান্ত হয়েছেন। ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৭৬৩ জন। সব মিলিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৯ হাজার ৪৮৩ জন। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৫১ জন।

আগস্ট মাসের প্রথম সপ্তাহে আক্রান্ত ১৭ হাজার ৬৫১ জনের মধ্যে ১০ হাজার ১৩১ জন ঢাকার বাইরের। একই সময়ে ঢাকায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫২০ জন।

ঢাকা শহরে এবং ঢাকা শহরের বাইরে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর তথ্য নিয়মিতভাবে প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুমের (নিয়ন্ত্রণকক্ষ) সোমবার (৭ আগষ্ট) এর  তথ্য বলছে, ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু বেশি হচ্ছে ২১ থেকে ২৫ বছর বয়সী মানুষেরা। চলতি বছরে আক্রান্ত হওয়া ব্যক্তিদের মধ্যে এই বয়সীর হার ১৬ শতাংশ। আবার যাঁরা মারা গেছেন, তাঁদেরও ১০ শতাংশ এই বয়সী।

এ বছর ডেঙ্গুতে পুরুষেরা বেশি আক্রান্ত হলেও মারা যাচ্ছেন বেশি নারীরা। চলতি বছর এখন পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৮৪ জনই নারী। পুরুষ মারা গেছেন ১৪৩ জন।

মাসের হিসাবে এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে গত জুলাইয়ে, ২০৪ জন। আর চলতি আগস্ট মাসের প্রথম ৭ দিনে মারা গেছেন ৭৬ জন।

এর আগে ২০১৯ সালে দেশে ডেঙ্গুতে মৃত্যু হয় ১৭৯ জনের। ২০২০ সালে মারা যান ৭ জন এবং ২০২১ সালে ১০৫ জনের মৃত্যু হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর