প্রকাশিত:
২১ নভেম্বর ২০২৪, ১৩:১৪
আমি অযোগ্য কোথায়
সন্ধ্যার রংধনুর সাজে
আমি বসে আছি প্রায়
এই রূপের ছায়ায়।
চাঁদের আলোয়
লেখা আমি অযোগ্য
আমি মেনে নিতে শিখে গেছি
তোমার বয়ে বেড়ানোর প্রেমেরদায়।
আমি ঢেকে রাখি মনের
ক্ষত দাগ
যত ভাবি ভুলে গেছো
নিঝুম রাতে তুমি একা খুঁজো
আমায়।
কত দূরে চলে গেছি আমি
জীবনের খোঁজে
কোথাও লেখা পাইনি
অযোগ্য আমি।
সাহসী কথায় আমার
ঠোঁট পুড়ে গিয়েছিলো
তোমার সঙ্গে ভালোবাসার আলাপে
এই হৃদয় লিখেছি আমি গান।
প্রতিটা দিন-প্রতিটা রাত
তোমার একটা ফোনের
অপেক্ষায় এই প্রান্তে আমি,
ভুলেছি আমি কত শোক
দু'চোখে খোঁজো তুমি আমায়
জীবন সুখে।
আমি বসে আছি
তোমার মন চায়ের দোকানে
ভালোবাসার গল্প লিখতে
অযোগ্য কোথায় আমি।
যখন ভাবি ভুলে গেছো
তখনই চুপিসারে খোঁজ
অযোগ্য আমায়
কত দূর যাবো আমি
তোমার জমানো ভালোবাসায়।
মন্তব্য করুন: