প্রকাশিত:
২১ নভেম্বর ২০২৪, ১৬:৩১
বঙ্গোপসাগরের তীরে আছে এক ব-দেশ
তার নাম বাংলাদেশ।
রক্তে রক্তে ইতিহাসে মিশে আছে যে দেশ
তার নাম বাংলাদেশ।
চার-পাশ কাঁটায় ঘেরা রক্তে মাখামাখি
মোদের মাঝে বিভেদ করে করবে খুনাখুনি।
ইতিহাস ইতিহাস আমরা ইতিহাস মানি
পাক-ভারত দালালেরা কি করেছে আমরা সেসব জানি।
রক্তে রক্তে ইতিহাস মোদের
মোদের কিসের ভয়
মোদেরকে দমাতে গেলে নতুন ইতিহাস হয়।
ভাষার জন্য রক্ত দিয়েছি মোরা
জীবন দিয়েছি স্বাধীনতার তরে
রক্তে রক্তে গড়া ইতিহাস মোদের
আর কত রক্ত লাগে।
এক স্বাধীনতা দুবার এনেছি মোরা
আরও আনিব শতবার
রক্তে মাখা এদেশ মোদের
শহীদের কারাগার।
রক্তে ভেজা ২৪ এবার
রক্তেই মাখামাখি
সোনার বাংলা রক্তে গড়া
এটাই বাঙ্গালী জাতি।
মুজিব-জিয়া,শেরেবাংলা- ভাসানীর
ইতিহাস আছে মোদের
মোদের কিসের ভয়!
মোদেরকে দমাতে গেলে নতুন ইতিহাস হয়।
আবু সাঈদের মতো বীর আছে মোদের
আছে লক্ষ -কোটি জনতা
রক্তে রক্তে সাজাবো মোরা সোনার দেশটা।
সবুজ শ্যামলা দেশটি মোদের সোনালী আঁশে ভরা
ইলিশ, রুই,বোয়ালে ভরা নদী দিয়ে ঘেরা।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আছে মোদের
আছে শতশত আউলিয়া
এমন দেশটি তুমি কোথায় পাবে?
খুজে দেখো বিশ্ব জুড়িয়া ||
মন্তব্য করুন: