প্রকাশিত:
২১ নভেম্বর ২০২৪, ১৬:৪০
শীত আসছে, হিমেল হাওয়া,
পাতায় পাতায় কাঁপন লাওয়া।
নিঃশব্দ রাতে শীতল পরশ,
জড়িয়ে ধরে গ্রাম-বন্দরে গাছের শাখা-পরিসর।
ফসলের ক্ষেতে কুয়াশা ঝরে,
শিশির বিন্দু ঘাসের ’পরে।
মাঠের ধারে আলোর নাচন,
শীতে মোড়া নদীর কোল, সবুজের শেষ স্পন্দন।
হাত-পা কাঁপে, গায়ে চাদর,
শীতের সকাল, ঝকঝকে ঘর।
আগুন পোহায়, গল্প চলে,
চায়ের কাপে মিশে যায়, শীতের মধুর সব কথা বলে।
শীত আসছে, জানে আকাশ,
হৃদয়জুড়ে শীতের বাতাস।
মাতাল হাওয়া বয়ে নিয়ে যায়,
নতুন দিনের প্রভাত স্নিগ্ধ, উষ্ণতায় ভরাট হয়ে যায়।
মন্তব্য করুন: