প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৪, ১১:৩২
সব বন্ধন ছিন্ন ভিন্ন করে
কর্মস্হলের মায়া সাঙ্গ করে
যোজন যোজন দূরে চলে গেল
জীবনে উন্নতি করবে বলে।
চলে যাওয়াতে আমার বেদনা হয়
মনের আকাশ মেঘাচ্ছন্ন হয়
চলার পথ অমসৃন হয়,কত কিছু হয়!
সে সবের হিসাব রাখা দায়।
হৃদয় খুৃঁড়ে কস্ট জাগে
রক্ত হিম-শিতল হয়ে আসে
চলে যাওয়াতে সময় থমকে যায়
চারিদিকে বিদায়ের সুর বাজে।
নতুন সপ্ন, নতুন উদ্যম
নতুন কিছু করবে হে গুনিজন
নতুন ভোরে লাল টুকটুকে সূর্য
আলোকিত করুক গোটা পৃথিবীটাকে।
মন্তব্য করুন: