প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৪, ১২:১২
সেদিন বাসে চেপে ফিরছি
পাশের সিটটি ফাঁকা
এক অচেনা রমনী এসে বসলো আমার পাশে,
বাস কন্ডাক্টর ভাড়া নিতে এলে
বুঝতে পারি উভয়েরই গন্তব্য অনুরূপ।
বেশ অবিচলিত
গাঢ় নীলবর্ণ অক্ষিগোলক,
তার পরনে বাসন্তী রঙের শাড়ি
ঠোঁটে হালকা লিপস্টিক
গায়ে দামী নয়, তবে বেশ সুন্দর একটা সুগন্ধি
উন্মুক্ত ধূসরবর্ণের কেশ
হাওয়ায় যেন সব এলোমেলো হয়ে গেছে।
খানিকটা পথ এগোবার পর লক্ষ্য করলাম
আনমনে সে জানালা দিয়ে তাকিয়ে আছে,
একবার ভাবলাম আলাপ করি তার সাথে
কিন্তু পাছে কেউ হ্যাংলা ভাবে
তাই আবার ফিরে এলাম স্ব-স্থানে।
এরপর কেউ একজন আমায় নাড়া দিচ্ছে
চোখ মেলে চেয়ে দেখি
আমার গন্তব্যস্থল এসে গেছে
তবে,আমি একা সে বাসের যাত্রী।
মন্তব্য করুন: