প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৪, ১৩:০৩
মালা, অর্ধেক চাঁদের মতো রুটি নিয়ে
নেমেছে পদ্মার জলে...
কুবের মাঝিকে
দেখা যাচ্ছে না....কোথায় সে জাল ফেলে।
জোয়ারের পানি থৈ থৈ করে
চাঁদের আলো ঝলমল করে।
ইলিশের রূপে মুগ্ধ হয়ে পড়ে আছে
কপিলার ঘরে...
কেন যে মালা খুঁজে মরে।
জালের মালা ছিঁড়ে ফেলে
ইলিশের ঝাঁক...
চাঁদের মতো রুটি খুঁজতে
শুনা যায়, কুবের মাঝির হাঁক ডাক।
মন্তব্য করুন: