প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৪, ১৪:৫৩
সময় চলে যায় সময়ের মতো,
তারই মাঝে মোরা সপ্ন দেখি কত।
কত স্বপ্ন এসে দোলা দেয় মনে,
কত বেদনা ভরিয়ে দেয় রোদনে।
এরই মধ্যে মোরা চলি,
কত মানুষের সাথেই না কথা বলি!
কেউ বা বাড়িয়ে দেয় বন্ধুত্বের হাত,
কেউ বা বাড়িয়ে দেয় শত্রুতার কালো হাত!
কত মানুষ কতই না কথা বলে,
সময় ঠিকই সময়ের মতো চলে...
মন্তব্য করুন: