প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৪, ১৫:০৫
কৈশোর আর যৌবনের সন্ধিক্ষণে-
স্বপ্নের ক্যানভাসে রংতুলির হাতেখঁড়ি।
খন্ডিত সুখ আর অখন্ড বেদনায়-
স্বপ্নের ক্যানভাস ধূসর ধূলোতে মলিন।
রংতুলিরা এখন বাক্সে বন্দি-
অযুত স্বপ্নের ভ্রান্ত বিলাসে।
কাঁটাতার ডিঙ্গিয়ে ঘুরে ফিরে-
নিষিদ্ধ ভাললাগা মগজ ঘিরে।
শ্রাবনের বৃষ্টিতে ধূসর ধূলো ধুঁয়ে-মুছে,
গোধূলীর আলোয় আলোকিত হবো।
আর স্বপ্নের ক্যানভাসে আঁকবো-
বৃষ্টিস্নাত কাঁকের ছবি।
মন্তব্য করুন: