প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৪, ১৫:৪৫
উত্তরা বাতাসে ভেসে
বঙ্গে শীতকাল আসে
সাদা মেঘে ঢাকা নভে
কুহেলীকা ভাসে।
শিশির বিন্দু চকচক করে
ভোরের দূর্বাঘাসে
মুক্তা যেন পড়ে আছে
মেঠোপথের পাশে।
ধানের স্তুপে পূর্ণ উঠান
ব্যস্ত সবাই কাজে
মোয়া খেতে ব্যস্ত খোকা
বসে রোদের মাঝে।
নদী নালা যায় শুকিয়ে
মাছ পাওয়া যায় ভালো
পান্তা ভাতে ভাজা পুঁটি
খেতে লাগে ভালো।
চুটকি চিতাই পাকান ম্যরা
বানায় সবার ঘরে
খেজুর রসে ভাপা পিঠা
সবার মনে ধরে।
মন্তব্য করুন: