প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৪, ১৭:৫৬
কবিতার মাঝে হারাই মন,
শব্দের খেলায় বোনা স্বপ্নজাল।
বর্ণে বর্ণে ফুটে ওঠে ছবি,
মনে মনে গড়ি পৃথিবীর তাল।
শব্দের গাঁথুনিতে রঙের ছোঁয়া,
অক্ষরে অক্ষরে ফুটে প্রেম।
প্রতিটি ছন্দে বাজে হৃদয়,
আলোর রেখা আঁকে প্রতিদিন।
রক্তের কণায় কবিতার ছোঁয়া,
প্রাণের তরে বয়ে চলে ধারা।
ভালোবেসে আঁকা প্রতিটি বাক্য,
বুকের গভীরে রাখি সবার স্নেহ।
কবিতায় মিশে যায় জীবনের কথা,
আনন্দ-বেদনা, হাসি-কান্না।
মনের অন্ধকার আলোয় ভরে,
কবিতার ডানায় উড়াই প্রাণ।
মন্তব্য করুন: