মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৫, ১২ই ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সন্ধ্যার পর থেকেই টের পাবেন
  • কক্সবাজার বিমানঘাঁটিতে হামলা নিয়ে যা জানাল আইএসপিআর
  • সন্ধ্যা থেকে সারা দেশে গুরুত্বপূর্ণ স্থানে যৌথবাহিনীর প্যাট্রলিং
  • বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েসহ ৪ মহাসড়ক ও আট সেতুর নাম পরিবর্তন
  • তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
  • রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা
  • ছিনতাইরোধে মাঠে নামবে পুলিশের ৩ বিশেষায়িত ইউনিট
  • বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা সহজ নয়
  • পদত্যাগের আলটিমেটাম নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ২ ডেডলাইন দিয়েছে

হাজীগঞ্জে ওসির বদলির খবরে জনমনে আক্ষেপ

হাজীগঞ্জ প্রতিনিধি, চাঁদপুর

প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৪, ১৯:২২

চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় সদ্য বদলি হয়ে আসা ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুককে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে। ওসির বদলির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ও প্রকাশ্যে অনেকেই আক্ষেপ করেছেন।ওসির বদলির আদেশের প্রত্যাহারের দাবিও জানিয়েছেন অনেকে। স্থানীয়রা বলছেন একজন সরকারী কর্মকর্তার জন্য বিশেষ করে পুলিশ বিভাগের কোন কর্মকর্তার জন্য সাধারন মানুষের এমন আক্ষেপ এর ঘটনা ঘটেনি।

জানা যায়, ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুককে জুলাই বিপ্লবের পর গত ১৬ সেপ্টেম্বর ২০২৪ গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি তদন্ত থেকে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নিযুক্ত করা হয়৷ ২ মাস ৫ দিনের মাথায় ২১ নভেম্বর ২০২৪ এ আবারো বদলির আদেশ দেয়া হয়।

স্থানীয় ব্যক্তিরা জানান, এই ওসি এলাকায় আসার পর স্থাণীয় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটে। সাধারন মানুষের মাঝে স্বস্থি ফিরে আসে। অথচ এই জনপদে কিছুদিন আগেও উড়ো-গুজব মামলায় দিশেহারা ছিলো স্থাণীয়রা। সেই প্রায় ৩ মাসের মাথায় ওসির এমন বদলির খবরে তারা মর্মাহত। তাদের আশংঙ্কা আবার নতুন কোন কর্মকর্তা এসে এই পরিবেশ ধরে রাখতে পারবে কিনা। তারা আরো বলেন, ওসি সাহেব ভাল মানুষ তিনি সুনামের সাথে তাঁর দায়িত্ব পালন করে আসছেন। সাধারণ মানুষ ভাল সেবা পাচ্ছেন। তবুও কেনো বদলি করা হলে এ নিয়ে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। 

এবিষয়ে ওসি মহিউদ্দিন ফারুকের সাথে কথা বললে তিনি জানান, যতদিন আমার ডিপার্টমেন্ট চেয়েছে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। পিবিআইতে আমার বদলি হয়েছে যেখানেই যাবো সঠিকভাবে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করার চেষ্টা করবো। 

এবিষয়ে জেলা পুলিশ সুপার আব্দুর রাকিব মুঠোফোনে বলেন, পুলিশ হেডকোয়ার্টার থেকে বদলি করা হয়েছে। কি কারণে বদলি করা হয়েছে তা জানা যায়নি।

হাজীগঞ্জ উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানান, ওনার মত একজন সৎ- সাহসী ওসি বৃহত্তর হাজীগঞ্জ থানায় খুব প্রয়োজন। তাঁরা এবিষয়ে ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, ২ মাসের মাথায় যদি ওসি বদলি হয় তাহলে জনগণ সঠিক সেবা থেকে বঞ্চিত হবে। 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর