প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৪, ১৩:০২
তোমার পাশে বসে
একদিন শেষ বিকেলে সমুদ্র দেখেছিলাম ....
জীবনের শেষ সূর্যাস্তটাও তোমার সাথেই দেখতে চাই ....
একদিন তুমি আমি সূর্য বিলাসী হবো ....
একদিন তুমি আমি একসাথে ডুবে যাবো সমুদ্র জলে ...
একদিন ভীষণ ভাবে আমার কাঁধে
তোমার সমস্ত মন খারাপের ভার সঁপে দিও ....
তোমার মুঠিতে ভালোবাসা গুঁজে ...
তোমার খোঁপায় পড়াবো সূর্যের গোধুলি ফুল ...
একদিন তুমি আমি ...সূর্য বিলাসী হবো ..!
মন্তব্য করুন: