প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৪, ১৩:১৫
শরতের পড়ন্ত বিকেলে একাকি হাঁটছি,
হঠাৎ তোমায় খুব মনে পড়লো।
এই তো সেদিন-যেনো ডাগর দু’জোড়া চোখ,
অপলক দৃষ্টিতে একে অপরকে দেখছি।
শত বছর ধরে যেনো দু’জন কতো চিরচেনা,
পূর্ব জন্মেও যেনো দু’জন একসঙ্গে ছিলাম।
চোখের পাতা পড়ছে না কারো,
নিড়িরভাবে দৃষ্টি বিনিময় করছি।
গোধূলীর আকাশ, মাঝে মধ্যে মেঘে ঢাকছে,
মেঘের আড়ালে ফাঁকে ফাঁকে রক্তিমাভা উঁকি দিচ্ছে।
দু’জন দু’জনের হাত দু’টি ধরে হাঁটছি,
আর ভাবছি এখানেই সুখ পাখিটির নীড়।
মন্তব্য করুন: