প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৪, ১৭:০৮
মেঘমালারা করছে খেলা
যাবে কী তারার মেলা?
শিশির ভেজা সন্ধ্যাবেলা
সাদা মেঘে করছে খেলা,
মধ্যখানে কে একেলা
দেখতে লাগে বুড়ি মেলা!
আলো দিচ্ছে রাত্রিবেলা
ঘুম নেই চোখে!
ক্লান্তি ভোরবেলা।
দিনটি যায় বিশ্রাম বেলা
রাত্রিবেলায় আলোর খেলা
পাখিরা ঘুমায় চিন্তা ফেলা
বৃক্ষ কয় কখন এলা?
জোনাকি ডাকে করোনি হেলা!
সূর্য তাপে যায় বেলা
তুমি তবে হেমন্তের ভেলা
চাঁদ বলে করোনা হেলা
রুপ আলো খেলছো একেলা!
মন্তব্য করুন: