প্রকাশিত:
২৫ নভেম্বর ২০২৪, ১১:৩৬
ভোরের আকাশ ঠান্ডা বাতাস
হাটিঁ হাটিঁ পায়ে চলি
চলতে চলতে হোঁচট খেলে
বাবা তোমার হাতটা ধরে
তোমার সেই মায়াবী হাসি
জড়িয়ে ধরার টান
আঁধার রাতের সাহস তুমি
তুমি আমার জান
বাইনা আমার পাহাড় সমান
না বুঝে আমি চলি
তাও কোন কিছু না বলে তুমি
আদর করে কোলে নাও তুলি
দিনের পর দিন যায়
পরিশ্রমের নেইতো কোন বেলা
বুক ভিজে যায় বৃষ্টি ছাড়াই
কালো মেঘের খেলা
বল যদি তাকে, কেন এত কাজ!
করো তুমি আমোদ-প্রমোদ
উত্তর তার শুধু অবাক করার
সোনা খুশি তো আমি খুশি
পৃথিবীতে যত মান
হবে না তার পেশার সমান
যদিও সে ক্ষেতের চাষাভুষা
যাকে বাবা বলে ডাকো
তাকে আগলে রাখ
যদি হও তার দোয়ায় অনেক বড়
মন্তব্য করুন: