প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৪, ১২:২২
আমার এই মৃত্তিকার জটিল গলিতে
ফুল নিয়ে এসেছিলে ভুল করে
নির্দ্বিধায় অষ্টাদশী চুম্বন এঁকেছিলে
আমার এই অপ্রত্যাশিত কপালে
স্বপ্ন ছোঁয়া দূরত্বে দাঁড়িয়ে বলেছিলে
ধান ক্ষেতের গর্ভাশয় থেকে অপেক্ষা
নবান্নের উঠান ভরা সোনালী উৎসব
আমন্ত্রিত পালাগানের মুখরিত
গ্রাম বাংলার নগর জনপদ
শিশিরের স্নানে ভোরের শিউলি তলা
নিদারুণ কাটছে প্রেমময় সারাবেলা
মন্তব্য করুন: