প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৪, ১২:৩৪
পূর্ব দিগন্ত লালে আধার,
উঁকি দিয়াছে লাল গোলাকার,
সে আর কেউ নয়,
সকালের রোদ।
উষ্ণ অভ্যর্থনায় শিশির কণা,
স্বাগত বেশে ঘাসফুল দানা,
সে কি আর কেউ!
সকালের রোদ।
কোলের শিশুর আহবান,
মায়ের মুখে জয়গান,
সে আর কেউ নয়,
সকালের রোদ।
বাঁশের টোঙ্গে চায়ের আড্ডা,
চাদরে মুড়িয়ে দেহ ঢাকা,
আহবান তাকে,
সে আর কেউ নয়,
সকালের রোদ।
মন্তব্য করুন: